স্মরণ সভা
হাসান মাহমুদ
যে দিন শুনবে আমার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে
আমার জন্য চল্লিশা বা একচল্লিশা পালন হচ্ছে ;
বাড়িতে এলাকার গন্যমাণ্য আলেম আসছে
আমার জন্য মিলাদ কিয়ামে স্মরণ সভা হচ্ছে।
সেই আমার স্মরণ সভায় এক গোছা ফুল হাতে এসো
লাল গোলাপি শাড়ীতে হাসি মুখে এসো ;
কিন্তু আমার শোয়ার ঘরে যেও না
আমার ডাইরির পাতা উল্টিয়ে দেখো না;
দেখো না আমার অগোছালো টেবিল
টেবিলের উপড়ে রাখা তোমার জন্য উপহার
কারণ উপহার এখন পুরোনো হয়ে গেছে
ফুল গুলো শুকিয়ে কালো হয়ে গেছে,
তার চেয়ে বরং বাহিরে আমার জন্য দোয়া হচ্ছে
সেই দোয়ায় অংশীদার হও
আমার স্মরণ সভায় আমাকে ভুলে যাও।
যে ভাবে ভুলে ছিলে সভার আগে
আজও স্মৃতি মুছে মিষ্টিমুখে বাড়ি যাও;
আমার স্মরণ সভা দ্বিপাক্ষিক হোক
আমার পরিবার আর আত্মীয় হোক
তুমি থাকলে সেটা তৃতীয় পক্ষ হবে
তার চে বরং হাতে আনা ফুল
আমার টেবিলে রেখে হাসি মুখে চলে যাও।