স্বদেশ আমার
হাসান মাহমুদ
জন্ম আমার ছোট্ট গাঁয়ে ছোট ছোট ঘর
তোমায় আমি ভালোবাসি আমি জীবন ভর।
তোমার সুধা পান করিয়ে মিঠাই জীবন জ্বালা
তোমার কাছে ঋণী আমি, আমার তপ্ত প্রেমে মালা।
তুমি আমার জীবন মরণ তুমিই চলার ধার,
তোমায় আমি ভালোবাসি আমি জীবন ভর।
তোমার তরে ঠেকাই মাথা বিধাতার ঐ কাছে
যত আমার চাওয়া পাওয়া সবটাই বলার আছে।
তুমি আমার স্বদেশ ভূমি আমার মাতৃলয়
তোমার জন্য জীবন আমার করবো শত ক্ষয়।
ওগো আমার দেশের মাটি দেশের নোনা জল
আমার চোখে তোমার বারি ঝরছে অথই তল।
তুমি আমার মাতৃভূমি হৃদয়েরই সুখের টান
তোমায় ঘিরে দাঁড়িয়ে আছে শত আবদারের বান।
ওগো আমার মা জননী মমতা ময়ী মা
আমরা তো তোমারি রূপে পুত্র কন্যা ছাঁ।
তোমারি জন্য যুদ্ধ করে এনেছিলো শহীদ দেশ
তাদেরই মত আমিও মাগো ভালোবাসি অশেষ।
তুমি তো আমারই চলার দিশারি রাতের বাতিঘর
তোমায় আমি ভালোবাসি আমি জীবন ভর।