সবে ঘৃণা ভরে দেখুক
হাসান মাহমুদ
চোখের পানিরা ঝরছে ঝরুক
মরছে মরুক এই হৃদয়,
যাচ্ছে চলে সুখ গুলো যাক!
ডাকুক না আর আমায়।
বলুক সবে বলুক না আমায়!
উন্মাদ উন্মাদ ডাকুক
দেখছে দেখুক ঘৃণার মায়ায়
হিংসে চিরুক না ঐ বুক।
আমার কি! আসবেনি দুঃখ?
দুঃখ দুঃখ যতই কহুক ডাকি
দেখবে হাসি দাঁত খিলে মুখ
ইস! জ্বলবে তখন, ইস কি সুখি!
হইবো মায়া হৃদয় ছিঁড়া বেদন
হাসি ছিলো খুশি ছিলো কত!
আহ্ আজ মুখে পড়ছে ছিটা চুন
লজ্জায় লাল গদগদ শত।
আজও উন্মাদ কালও হবো তাই
আমি ভাই পাগল মানুষ
পাগল মানুষের দলে চলি ভাই
তাই তো দেখি! তবুও নই হুঁশ।