সিস্টেম চোরা
হাসান মাহমুদ
লালু ঘুমায় বালিশ মাথায়
কালু ঘুমায় খালি
চুরি করে সব নিয়েছে
নেয়নি গিরস্থের শালি!
ওটার নাকি ভার অনেকটা!
লালু চোরায় কয়
কালু চোরায় চোখ মেরেছে
মুচকি হাসি দেয়।
দুই চোরাই ভায়রা ভাই
একই ঘরের শিয়েল
লালু কালু গল্প কয়
দুপুর পরে বিয়েল।
ওদের স্বভাব বদনি বাটি
ঘরের মুরগী হাঁস
লাউ, কুমড়া, ঝিঙে, পোটল
গাছের ছোট্ট বাঁশ।
মাঝে মাঝে খরের গরু
বিলের বকনা বাছুর
এসবই ওদের বড্ড বেশি
দরকারি কারবার।
লালু,কালু ছেঁচচোর বটে
কাপড় গামছা নেয়
কলম খোঁচায় মতি মিয়া
সিন্ধুক লুটে খায়।
তাতে দশের কি আসে যায়
লালু বড় চোর
মতি মিয়া সাধু চোরা
সিস্টেমে দেয় দৌড়।
এটা নিয়ে কালু ভাবে
লালুরে কয় শোন
আমরা চল ভালো হই
মানছে নারে মন।
হাসি দিয়ে কালু কয়
শোনরে বেটা লালু
আমরা যদি হই গো ভালো
সিস্টেম থাকবে চালু।
মতির মতো কলম চোরা
থাকবে কি আর বসে?
চুরির জিনিস দিনে নিয়ে
রাতে হিসেবে কষে।।