শুভ জন্মদিন জান্নাত
হাসান মাহমুদ
শুভ জন্ম দিন জান্নাত
আজকের এই দিনে
তোমার জন্য রইলো আমার
ভালো বাসাটা মনে।
সৃজিল তোমায় বিধাতা অপরূপ
তাহার রূপ দ্বার;
জন্ম লগ্নে দিলেম তোমায়
লিখে কিছু উপহার।
অপরূপ এই ধরনীর বুকে
তোমাকে পেয়েছি প্রিয়তম
তোমায় পেয়ে;পেয়েছি আমি
আমার আত্মার দম।
এই মহান দিনে দিবার মত
নেই যে আমার কিছুই আর
তাই তো তোমায় দিলেম বন্ধু
একটুকরো প্রীতি উপহার।
করিও তাহা সাদরে গ্রহণ
আপন করে আমায়
থাকিও তুমি আজীবন সাথে কথা
আমরণ রাখিও তোমায়।
আজকে তোমার জন্ম দিনে
রইলো খুশির অভ্যর্থনা
আগামী তোমার কাটুক ভালো
এটাই আমার কামনা।