সুচরিতার শনে
হাসান মাহমুদ
সুচরিতার শনে দেখা হয় কথা হয় তন্দ্রাচ্ছন্ন নিশি
ফুল দেই মালা দেই ডেকে ডেকে ঐ গগন শশি।
বলে যাই বহু ক্লান্ত শ্রান্ত অপরিপক্ক কথা
মাকাল ছিলো এখনো আছে জমে শত ব্যথা।
সুচরিতার শনে বহুবার হয়েছে পরিচয়
কখনো হয়নি আজ ও প্রণয়;
প্রেম প্রেম হয়েছে খেলা কত শত ক্ষণ
প্রেমে আর হয়নি পড়া কখনো তখন।
সুচরিতার শনে বহু হয়ে আলাপের সূত্র
পড়া হয়নি সেই মহা প্রণয়ের মহা পত্র।
অমাবস্যায় দেখি গভীর মেঘ অরণ্যে
শীতল পাটিতে প্রণয় বিলাচ্ছে হয়ে হণ্যে।
সুচরিতা কি বুঝেনা প্রণয়ের এ ভাষা
আমারি হৃদ জমিনে ফসল বুনেছি আমি চাষা।
সুচরিতার রূপেরই আঁটি ফলাইছে বৃক্ষ বুকে,
সুচরিতা ফল দিও বৃক্ষে, পরিণত করিও সুখে।
সুচরিতার শনে রাত জাগা হয় রাতে
গল্প বুনা,গল্প শুনা সবটাই হয় তাহার সাথে।
তবুও ভুলা হয় বহুবার না ভুলার ছলে
ভালো বাসি সুচরিতার বলেছি কলে কৌশলে।