সরল সমীকরণ
হাসান মাহমুদ
দিন দিন একাকীত্ব আর ঘুনে ধরা সময় বেড়েই চলছে
তীব্র শীতে ;রোদ্দুরের প্রকট উত্তাপ,
ছায়ানীড় বৃক্ষ উলঙ্গ দেবী এক
ঘন নীলে ঢাকা আকাশ মেঘালয় ভরপুর;
শুকনো মাটিতে গজিয়ে উঠেছে মাকাল গাছ
টইটম্বুর নদীতে নেই ঢেউয়ের চাষ
সবই আজ ঘুরছে সরল সমীকরণে
এক বিন্দু হেরফের হলেই যথেষ্ট শেষ
ধোঁকা সবই বোকা ভাবুকে নিঃশেষ হচ্ছে।