শিক্ষক তোমার চিরো উন্নত শির
হাসান মাহমুদ

শিক্ষক তোমার চিরো উন্নত ম-ম শির
তোমারি শির নত নাহি হয় রাজাধিরাজির।
তুমি দেশ মাতৃকার শ্রেষ্ঠ কারিগর
তুমি উন্নত, চিরো উন্নত পাহাড় বুলন্দ বীর।
তোমারি হস্তে এই বিশ্ব বিধাত্রীর গঠন কৌশল
তুমি উচ্চ কণ্ঠ ধারী, আওয়াজ তোমারি বল।
তুমি হে মহান, মৌন মহান তোমার বাহু
তুমি পিতৃ মাতৃ সম দীর্ঘ তোমার আয়ু।
তুমি কাণ্ডারি, জাতির আলোর দিশারি
তুমি বৈঠা নায়ের হাল ধরা কাণ্ডারি।
তুমি তো মানহীনতার প্রাপ্তির অঙ্গিকার নও
তুমি তো মান জৌলুশে জাতির রন্ধ্রে রন্ধ্রে বও।
তোমার এই লাঞ্ছিত বঞ্চনা সহিবার পারে না জাতি
তুমি মহান আমাদের অনাত্মীয় রক্তে গোষ্ঠী জ্ঞাতি।



উৎসর্গঃ শ্রদ্ধেয় ম্যাম বিভাগীয় প্রধান সায়েরা বেগম,সহযোগী অধ্যাপক নাজনীন ফাতেমা, ড.রওনক জাহান ম্যামকে।