শিখাও মা
হাসান মাহমুদ
আর কত কাল মিথ্যে শিখিয়ে
ঘুম পড়াবে মা!
কত শুনবো হাট্টিমাটিম
কানা বগির ছা।
আর কত কাল মিথ্যে শিখিয়ে
ঘুম পড়াবে মা!
কত শুনবো বর্গীর খবর
রসন বুনার গাঁ।
আর কত কাল মিথ্যে শিখিয়ে
ঘুম পড়াবে মা
বোয়াল মাছ, ভোদর নাচে
বোয়ালে নিলো না।
এবার না হয় ভিন্ন শিখি
ছোট কালের কথা
ছোট্ট বয়সেই মানুষ হই
নাহি শিখি যথাতথা।
শিখাও মা নজরুল গীতি
ঐ মদিনার ধূলা
প্রিয় হে নুর মোহাম্মদ
আমার কামালে ওয়ালা।
শিখাও মা ফররুখ আহমদের
হরফে ছড়া যত
ওগো নুর নবী হযরত
আমরা তোমারই উম্মত।
শিখিও না মিথ্যে বুলির বান
মূল্যহীন অমূল্য কথা
মানুষ হবার জন্য তুমি
শিখাও মূল্য কথা।