স্বাধীনতা ভালো থাক
হাসান মাহমুদ
স্বাধীনতা দেখো লুটে খাচ্ছে
কোট টাই পড়া বাবু,
স্বাধীনতা আজ ঘরের শিন্নি
পেট ভরেনি তবু।
স্বাধীনতা আজ মদের বোতলে
নাইট শোর আড্ডা খানায়,
মডেল সেজে নগ্ন দেহে
স্বাধীনতা আজ চায়।
স্বাধীনতাটা দাদার চরণের চটি
কিছু হলে তাইতো দেখি
খারাপ বলে রটি।
স্বাধীনতা আজ মুখের বুলি
ধর্ষিতার করুন আর্তনাদ,
স্বাধীনতা বলে চিৎকার করে
ভাঙছে অজস্র প্রভাত।
স্বাধীনতা দেখো কেনা গোলাম
আমার প্রতিবেশী,
হঠাৎ করে রাগ করলেই
কৃষ্ণ হয় ঋষি।
স্বাধীনতা আজ মানবতার নয়
অর্থের বিছানায় ঘুমায়,
লক্ষ টাকার বালিশ তার
কোটি টাকা শয্যায়।
স্বাধীনতা তুমি আমাদের নও
ভিনদেশী এক পথিক,
তাই তোমায় শুভ কামনা
স্বাধীনতা ভালো থাক।