রুগ্ন শখ
হাসান মাহমুদ
তোমাকে নিয়ম করে ভালোবাসি
প্রতিদিন দু'বেলা তোমায় দেখি,
হয় বাস্তব ছবি, নয় তন্দ্রা আচ্ছন্ন ঘোর
তোমাকে আগের মতই আঁখি পল্লব রাখি।
তোমার জন্য কালো গায়ে লাল পাড়ের শাড়ি
ঠিক মিল রেখে লাল কালো চুড়ি,
কানে ম্যাচিং করে এক জোড়া দুল
কালো পুঁথির এক চমৎকার মালা ভারি।
কিনবো বলে কতবার দোকান থেকে ফিরে এসেছি
কিনা আর হলো না শখের সামগ্রী!
সেই সাজানো রেয়েই গেলো তাকে
পরিপাটি পূর্ণ পরিবেশ প্রেমাগ্রহী।
হলো না বিলিন নয়নে নয়ন চাহনি
তপস্যা ভরা শীতল কণ্ঠ হাওয়া;
কালো রঙা চিপচিপে শখের কথা
লাল পাড়ের নূতনা উত্তরী চাওয়া।
তোমার লাগি নলক দেখেছি পসরা সাজানো
নখের গোলাপি রঙের ছোঁয়া দেখেছি
দেখেছি দোকানীর সুকেশে আলতার কৌটা
সবটাই নয়নের শখে দেখে রেখেছি।
কিনার শখে আর হলো না কিনা
অভাবটা বোধ হয় অর্থের নয়,
নয়তো কোনো রুগ্ন পকেটের চাওয়া
অভাবটা বোধ হয় শুধু তুমি ময়।
রুগ্ন কর্মহীন পকেট থেকেও এনেছি
সাহস শক্তি ভালোবাসার সম্বল;
জানি রুগ্ন পকেট শূন্য প্রেম ধারা
ঝর্ণার শব্দ খেলা করে জলে জল।
তাইতো শখের বিবেকে তালা দিয়ে
জল খেলা অতিথি সেজেছি বেশ,
শূন্য পকেট ভরতি করতে নেমেছি
রুগ্ন শখ, পূর্ণ সুস্থ শেষমেশ।