রঙিন শহর
হাসান মাহমুদ
রঙিন শহর
রঙিন আলো
মানব সুন্দর
ভিষণ কালো!
বিবেক ভিষণ
শূন্য মাথা
আত্ম বিচার
নিজের কথা!
অমৃত কথন
পরাণ জুড়া
হাসি বেশ
অগ্নি পুড়া।
আত্ম টানে
অটল বেশ
অন্য টানে
জীবন শেষ!
গুছানো কেশ
সুন্দর বাস
সুন্দর চটি
কথায় নাশ!
মন ভুলানো
মিষ্টি হাসি
নিচ তলে
গলে ফাঁসি।
রঙিন শহর
ভদ্র শহর
নীল শহর
সুপ্ত শহর।