রঙের স্বাধীনতা
হাসান মাহমুদ
আমার রঙের স্বাধীনতা আজ
ধূলায় ধূলিসাৎ,
স্বাধীনতাগামী পতাকাটি আজ
নিরব প্রভাত।
নীল আকাশে যায় না দেখা
লাল সবুজের ঘুড়ি,
স্বাধীনতা আজ ঘরের কোণে
চাঁদের কোলের বুড়ী।
স্বাধীনতা আজ নন্দোলাল
সাহসী দুর্বোধ্য,
ঘরের কোণে বসে গুণে
আমার আছে সাধ্য।
স্বাধীনতা শব্দ টি আজ
রুক্ষ মরুভূমি
দালালদের আলখাল্লায় আজ
বদ্ধ পুরোগামী।
আমার রঙের স্বাধীনতা আজ
বন্ধি কারাগারে
শাসক শোষক সবাই রাজা
স্বাধীন দরবারে।