ঋতুর আবর্তন
হাসান মাহমুদ
বৈশাখ এলে
ঝড় যে মেলে
জৈষ্ঠে পাকে ফল,
আষাঢ় মাসে
বাদল হাসে
নদী ভরা জল।
ভাদ্র এলে
শরৎ মেলে
জমিন জুড়ে কাশ,
কার্তিক মাসে
কৃষক হাসে
পৌষে শীতের আবাস।
ফাল্গুন এলে
হাসি মেলে
বসন্তের উঠে ধরা,
চৈত্র মাসে
কৃষক কাশে
জমিন জুড়ে খরা।।