ঋণ
হাসান মাহমুদ
এক বার এসে দেখো
কতটা আছি ঋণে,
বুকের উপরে পট্টিটায় টইটম্বুর
আছি হীনমানে।
বাবার ঋণ,মায়ের ঋণ
শত আত্মীয়ের ঋণ,
প্রতিবেশী সহযোগীর ঋণ
অসহ্য বেদনার দিন।
তুমি, তোমায় না পাওয়ার ঋণ,
তোমায় অনুভূতির ঋণ।
দৈবিক আত্মার ফলনের ঋণ
আমিত্ব বন্ধের ঋণ।
বলো এতো এতো ঋণ
কেমনে সইতে পারি,
এতো এতো বোঝা ঋণ
কেমনে বইতে পারি।
এক বার এসে দেখো
আমি কতটা ঋণে,
কতটা অসহ্য যন্ত্রণা ভার
আছে বুকের কোণে।