হৃদয়ের তেষ্টা
হাসান মাহমুদ
এক আবছা আলোর সন্ধ্যায়
গোমড়া মুখে দাঁড়িয়ে
তোমার দিকে হাত বাড়িয়ে
আনমনে আনি ফিরিয়ে।
একটি কথা বলবো বলে
কোটি বার চেষ্টা
ইচ্ছে হলেও বলতে পারিনি
হৃদয়ে ঠাঁই তেষ্টা।
বলা কি হবেনা প্রিয়?
এ হৃদয়ের অগোছালো কথন,
এভাবেই কি থেকে যাবে সব
আমি আমার মতন।
কখনো কি আসবে না ঊষা?
দেবেনা আমায় আলো,
কখনো কি বলবে না প্রিয়?
আমায় বাসো ভালো।