রাসূলের (সঃ) মান বাঁচাও
হাসান মাহমুদ
মুসলমান তুমি তাকিয়ে দেখো
তোমার অতীতের দিকে
খোদার রাসূলের দুষমন যত
মরেছে ধুঁকে ধুঁকে।
নূহ নবীর দুষমন যত
এক প্ল্যাবনে শেষ
ছাড় দেননি পুত্র তাহার
ধ্বংসে কবু লেশ।
ইব্রাহীম নবীর দুষমন ছিলো
ভবের বাদশা নমরুদ
মরার আগে জুতো খেলো
খোদাদ্রোহী পুত।
কত নমরুদ আসিলো ভবে
কত গেলো চলে
কত ফেরাউন মরিল তবে
হাবুডুবু খেয়ে জলে।
পাড় পায়নি ;পাবেনা কখনো
নবীদের যত দুষমন
খোদার আদেশে আবাবিল আসিবে
ফের ছুটিয়া এ জমিন।
ধ্বংস হবে লাহাবের মত
ধ্বংস হবে জিহ্বা
ধসে যাবে জীবন নালী
দেখবে না আর আভা।
মুসলমানের প্রাণ নিয়ে
চলবেনা কটুক্তি
খোদার আদেশে ধ্বংস হবে
তোদের ঐ সকল যুক্তি।
তোমার নবী আমার নবী
বিশ্ব নবীর শানে
কেউ যদি ঐ কুৎসা রটায়
তাহার ইজ্জৎ মানে।
খোদার আদেশে আমার হস্ত
ধ্বংসে যাবে মেতে
দেখবো না আর এদিক সেদিক
উল্লাসে উঠিব তাতে।
ফাঁসির কাষ্ঠে ঝুলাবো আমি
মানবো না আইনের শাসন
আমার নবীর স্থান হলো
আমার বক্ষ আসন।
নবীর অপমানে জেগে উঠো
মুমিন যত মুসলমান
নাস্তিক দুষমন হঠাও তবে
বাঁচাও নবীর মান।
সকল নরের শিরোমনি
সকল নবীর সেরা
জগৎ জুড়ে শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মোদের ধরা।
হাতে হাত মিলিয়ে সবে
এক হও তবে
ডাক দাও যুদ্ধের পানে
রাসূলের(সঃ) মান বাঁচাও ভবে।।।