রাষ্ট্র ভাষা বাংলা চাই
হাসান মাহমুদ
ঝিঁঝিঁরা সুর তুলেছে
পাতা নতুন সাজে
ফেব্রুয়ারী একুশ তারিখ
বরকতের কণ্ঠে বাজে
রাষ্ট্র ভাষা বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
শীতেরা ঘোমরা মুখে
ফাগুন হাসে সুন্দর
সালামের কণ্ঠ ভাসে
রাজ পথের প্রান্তর
রাষ্ট্র ভাষা বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
কোকিলও গাইছে গান
কৃষ্ণ চূড়া বেসুরা
দুঃখ নিয়ে মা কাঁদে
শফিকরা উচ্চস্বরা
রাষ্ট্র ভাষা বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
ক্লান্ত দুপুর কয়
চৈত্র অপেক্ষা রয়
জব্বার কণ্ঠ শুনি
ভাষা নিয়ে যায়
রাষ্ট্র ভাষা বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।