প্রত্যুত্তর
হাসান মাহমুদ
বলেছিলাম তারে ভালোবাসি
ফিরে তাকিয়ে দেখে একপলক
শুনেছিলো সে, উত্তর নেই!
বলেছিলাম তারে ভালোবাসি
হাসি মুখে একগাল হেসে
সেই চলে গেলো উত্তর নেই!
বলেছিলাম তারে ভালোবাসি
নয়ন তুলে দেখেছে শতো
নড়েনি ওষ্ঠ,উত্তর নেই!
তবুও বলেছিলাম ভালোবাসি
দিয়ে তার টোলপড়া মুচকি হাসি
চলে গেলো উত্তর নেই!
বলেছিলাম তারে ভালোবাসি
শতো অভিযোগ নিয়ে
আমি ভালো নেই,উত্তর নেই!
বলেছিলাম তারে ভালোবাসি
কষ্ট জমা বুকের ঘায়ে
নেই কোনো উত্তর নেই!
সকল ব্যথার সৌন্দর্য নিয়ে
বলেছিলাম তারে ভালোবাসি
তবুও নেই, কোনো উত্তর নেই!
শুধু উত্তরের অপেক্ষায় রইলাম
অপেক্ষার অবসান ঘটে গেলো
তবুও তার উত্তর নেই।।