প্রত্যুষ
হাসান মাহমুদ

বাড়ি থেকে ঐ দূর পাড়;খড়া নদী
চিকচিক জল, সাদা সাদা বক,
কিঞ্চিৎ মহৎপ্রাণ ভাসমান,
মুই ফের তাকিয়ে দেখি ঐ
রাঙা মুখে হাসি খুশি চলে যাচ্ছে
অপরূপ!কি রূপে ডাকে মন!
তবুও ডাকি এই নে মোরে
তোর মতো রাঙিয়ে মুখখানি
কথা বলি গোপনে সুন্দর শব্দচয়ণে,
সে বলে দুঃখ তার অনল জ্বলে গা
জল নেই মাটি নেই কোনো পা;
দুঃখগুলো তার রয়ে গেলো আত্মগোপনে।
তাহারো সকল দুঃখ শুনে হাসি
কত দুঃখ আমারও ঘরে ভাসি
কেমনে বুঝাই তারে মনেরই আচ্ছাদন
সকল দ্বিরুক্তি ছেদ করে মুই
তবুও ইশারায় বলি তারে
যতো পারি বোবা কানাই সেজে
বলি তারে বলিয়া প্রশংসা মহান।