প্রতীক্ষাবদ্ধ
হাসান মাহমুদ

আজ আমি প্রতীক্ষাবদ্ধ
ঐ ছোট্ট লাল শালু বেষ্টিত কিতাব খানা হাতে নিয়ে বলছি
কখনো আর আমাকে খুঁজে পাবে না
কখনো না কখনো না।

আমি এই শহরে শ্রেষ্ঠ অলংকৃত পবিত্র ঘরে বসে বলছি
আমার অস্তিত্বের ছায়া পড়বে না তোমার উপর
তুমি আর নাপাক হবে না এই অপদার্থ ধারা।

আমি এই শহরের বদ্ধ বাতাস, বদ্ধ কোলাহলকে স্বাক্ষী রেখে বলছি
আমার অপ্রিয় কন্ঠ কখনো শুনতে পারবেনা।

হে প্রিয় শহর তোমার থেকে আমি একদিন
চলে যাবো দূর বহু দূরে,
আজ আমি প্রতীক্ষার তীব্র মশাল ফেলিলাম
তুমি এর ধারা জ্বলবে অনির্বাণ।