প্রিয় মাতৃ মৃত্তিকা জননী
হাসান মাহমুদ
তোমাকে শুধাই আমারি শত বেদনা
তোমারি কোলেতে আমারি সকল চেতনা।
তুমি যে আমারি তপ্ত ব্যাথার সুর
তুমি যে আমারি হৃদয়ের বিশাল সমুদ্দুর।
তোমাতে যখনি আসিয়া রাখি গো পা
আমারি অন্তর হিমেল হয়, হিমেল মোর গা।
তোমাকে ছেড়ে যেতে নাইবা চায় মনে
থাকিলে দূরে তোমাকে মনে হয় ক্ষণে ক্ষণে।
তোমারি বুকেতে আমারি মায়েরই বুক
তোমারি হৃদয়ে আমারি মায়েরই সুখ।
তোমারি রূপেতে মায়েরই রূপ
তোমারি ছোঁয়াতে আমারি মায়েরই ছোপ।
তোমাকে ঘিরেই আমার সকল পূর্ণতা
তোমাকে ঘিরেই আমার সকল সফলতা।
তোমারি সকল সৌন্দর্য আমারি বিলাসিতা
তোমারি সোনালী যৌবন আমারি সুপ্ততা।
হে আমার প্রিয় মাতৃ মৃত্তিকা জননী
তোমাকে রাখিব আমি করে আমারি স্বজনী।