প্রিয় মানুষ
হাসান মাহমুদ

আকাশ ভারি বৃষ্টিতে আজ
মেঘ হয়েছে কালো,
মন জমিনে প্রিয়া নাই
লাগে না আর ভালো।
পা বারালাম হাটবো সাথে
দু-জন কাছাকাছি,
হুঁচট খেয়ে পা হারালাম
এখন মরা বাঁচি।
পাথর কাঁদে দুঃখের সাথে
ফেলে আখিঁ বারি,
আমি কাঁদি অন্তর দিয়ে
দিয়ে বড্ড আড়ি।
পাখিও কাঁদে ফুল কাননে
সুর হারাবার তরে,
কষ্টটা আজ আমার মনে
বক্ষ ধরপর করে।
নিশি ফুরায় কিরণ আলোয়
প্রভাত ডাকার আগে,
প্রেমিক কাঁদে প্রিয়ার সাথে
বন্ধোন হারার রাগে।
আমিও কাঁদি প্রিয়ার তরে
বেলা শেষের পরে,
প্রিয়াতো আর কাঁদে নারে
এখন অন্যের ঘরে।

সন্ধ্যা, ৬ঃ৫০
১৭/০৭/২০