প্রিয় হে নদ
হাসান মাহমুদ
প্রিয় হে নদ তুমি পড়ো মোর মনে,
সর্বদা তোমাকে হৃদয়ে মোর টানে।
তোমারি কথা ভাবি নয়ন ঘোরে,
তুমি যে টানিতেছ সতত মোরে।
কেমনে ভুলিবো আমি মোর স্মৃতি পাতা,
তোমাতে গেঁথে আছে ভালোবাসা অনুভূতি গাঁথা।
যেথা যাই যেনো শুনিতে পাই মোর দু কান,
তোমারই ভেসে চলা সকাল সন্ধ্যার কলতান।
শত নদ ঘুরে ফিরি জীবনের তালে,
আমার তৃষ্ণা মিটে না কারো জলে।
তোমারই পাড় ঘেঁষে আমারই বসত,
তোমারে মনে লয় কত সতত।
কেমন ভুলিবো তোমার সকল ব্যথা,
ভুলিতে চাইলেই মনে উঠে শত কথা।
প্রিয় হে স্রোতঃস্বতী চৌদ্দ মোহনি,
তোমাকে এখনো বারে বার কান পেতে শুনি।
রচনা কাল ০৬/০৯/২০২০ উৎসর্গ আমার শৈশবের গাজীপুরের নদী,,,,,