প্রেয়সীর দেখা
হাসান মাহমুদ
তোমার আমার দেখাটা এভাবেই হবে,
হঠাৎ কোনো এক রৌদ্র তলানির শেষে,
তুমি দাঁড়িয়ে থাকবে ছায়াময় গাছের নিচে,
তোমার খোঁপার বাঁধন খুলে এলো চুলে,
আর আমি পথিক বেশে তোমার সামনে যাবো।
নতুবা হবে হয় তো কোনো এক ফাগুনে,
হলুদ শাড়িতে তুমি দাঁড়িয়ে আছো অপেক্ষায়,
রাস্তার পাশে সেই এলোপাতাড়ি মোড়ে,
আর আমি বেকুবের মত লাল কালো পাঞ্জাবিতে এসে,
পাশ কাটিয়ে চলে যাবো হয়তো,
তখন চোখে বাজবে একটু আর হেসে বলবো,
কেমন আছো প্রিয়।
তোমার আমার দেখাটা হতে পারে,
গ্রীষ্মের ছুটির দুপুরের কোনো এক বটের তলে,
অচেনা কেউ এসে পানির আবদারে।
তোমার আমার দেখাটা এমনই হবে হয়তো,
আমি জ্ঞান আহরণে কোথাও যাচ্ছি,
আর সেই পথেই তুমি দাঁড়িয়ে আছো,
আমাকে দেখেই চিনতে পারবে,
আর বলবে তুমি কেমন আছো প্রিয়।
তোমার আমার দেখাটা হতে পারে কোনো এক অচেনা নদীর তীরে,
তুমি বসে নদীর সাথে গল্প করছো,
আর আমি ভাসতে ভাসতে তোমার সামনে,
হঠাৎ দেখেই তুমি চমকে উঠবে।
তোমার আমার দেখাটা হতে পারে স্বপ্ন যোগে,
অমাবস্যার কালো অন্ধকারে,
কোনো এক দূর্বা ঘাসে জড়ানো পুকুর পাড়ে,
আমি ঝোনাক আর তুমি আলো হয়ে।।।