প্রেমিকের মৃত্যু
হাসান মাহমুদ
আমার ভালোবাসা সে স্বচ্ছ পরিপাটি
সে তো হেরে গেলো বন্ধুত্বের বাঁধন,
রয়ে গেলো আপন আত্মার আত্মীয়
হাসি খুশি দুটি বন্ধনের মিলন।
প্রেমটা রয়ে গেলো,মরে গেছে প্রেমিক
আকাশ থেকে যায়, চলে যায় মেঘ
রোদ ঠিকই উঠে বৃষ্টি যায় হারিয়ে
জীবন জীবনের বাঁকে শত-শত আবেগ।
আমার প্রেমের প্রেমিক আমি
রন্ধ্রে রন্ধ্রে প্রেমিকা সেজে
গাই প্রেমের রূপ প্রতিমার গান
ক্ষণে ক্ষণে উঠে বন্ধুর প্রেম বেজে।
তার প্রেমে পরে মাঝে মাঝে প্রেমিক হয়ে উঠি
মাঝে মাঝে আবেগেরা উতলে উঠে
বন্যার পূর্বাভাসের মত সাত আট সতর্ক সংকেতে দেয়
টইটম্বুর নদীর মত ঢেউ, বান উপচে পড়ে প্রেম ছুটে।
তখন তাকে দেখি মনে মনে ছবির ভিতরে
কয়খানা ছবি ফোন স্টোরি তে রেখে ;
মাঝে ওপেন করে রেখে দেখি আর হাসি
এতো প্রেম, এতো আবেগ কই থাকে আমাকে বেঁকে।
সুখ খুঁজি প্রিয়ার চাহনিতে বহু নাশকতায়
অল্প গল্প লিখিনা, বহু ছলচাতুরী ছলনায়
বহু দূরে থেকেও আগলে রেখেছি তারে
প্রেমিককে মৃত্যু মুখে রেখে বহু বেদনায়।।
অবশেষ প্রেমিকার হৃতরাজ্য পরিপাটি রেখে
সুখরাজ্য সৌন্দর্য মণ্ডিত করে নিজেকে
প্রেমিক থেকে অবসর নিয়ে রীতিমতো
প্রেমিকের মৃত্যুটা স্বাচ্ছন্দ্যে বরণ করে নিলো সম্মুখে।