প্রেম পিয়ন
হাসান মাহমুদ

তোমাকে দেখলেই প্রেম পাচ্ছে
তোমাকে দেখলেই পালিয়ে যাই চিঠির দেশে,
তোমাকে দেখলেই প্রেমেরা ভিড় জমাচ্ছে।

আচ্ছা!
তোমার অন্তরে কি ডাকবাক্স আছে?
তোমার কি সেই ডাক বাক্সের পিয়ন আছে?
আর যদি থাকে সে কি চিঠি বিলি করে তোমাকে?

আমার বা পকেটে অনেক দিন হলো একটা চিঠি,
তোমার ঠিকানায় দিবো দিবো দেওয়া হচ্ছে না,
কারণ আমার প্রেম পিয়ন টা এখন কথা শুনে না।
বড্ড পাজি হয়ে গেছে!

তোমার প্রেম পিয়নকে একটু আমায় দিও,
আমি একটু ভালবাসা দিবো লাল খামে ভরে,
আমার নীল বেদনার শোলক গাঁথা সুরে।