প্রেম
হাসান মাহমুদ

কিছু প্রেম থেকে যায় পথে
গান গায় পথিকের সাথে,
আউলা বাউল দর্শনের মূলে
একাকী স্মৃতি বয় কূলে।
নাবিক হয়ে পথ দেখায় গাঙে
উজান এসে পাটাতন ভাঙে।
ঝর এসে ছিঁড়ে দেয় পাল
নদী ফুলে সফেনের দুল।
কিছু প্রেম অবলার তনু
নিথর মসৃণ সুন্দর তানু।
আকাশের বিশালতায় দেখি
নীল পদ্ম খেলা করে একাকী।
সর্পদেবী দুগ্ধ দধি দেখি
ভুলেছে প্রিয়ারও প্রেম একি!
সার্থের বিলাসিতায় প্রেম
সবই তুচ্ছ সাদাকালো ফ্রেম।