পরাণ পাখি
হাসান মাহমুদ
উড়াল দিবে হঠাৎ করে
আমার পরাণ পাখি
কেমন করে বলো তারে
খাঁচায় বান্ধি রাখি।
খাঁচার ভেতর অচিন পাখি
বড়ই ছটফট করে
মনটা তাহার বনের লাগি
থাকবে না মোর ঘরে।
উইড়া পাখি চইলা যাবে
ছাইড়া যাবে খাঁচা
পাষাণ পাখি বড়ই পাষাণ
ভাঙল মনের খাঁচা।
পাখির লাগি কতই আয়োজন
দিলেম আত্ম ভোজ
নিজের দেহ কাঠ করিয়া
খাওয়াইতাম নিত্য রোজ।
তবুও পাখির মন পাইলাম না
চললো নিজের দায়
পাখি আমার বড়ই পাষাণ
আমায় ছাইড়া যায়।
কত দিলেম বুঝের বাহার
ধরি পাখির পায়
তবু পাখি আমায় না বুঝিয়া
শূন্যে উইড়া যায়।।