পথিক হবো
হাসান মাহমুদ
অনন্ত কাল পথ চেয়ে থাকবো
হঠাৎ যদি এই পথে আসো
আমার দেখা যেনো পাও;
মুচকি হেসে শাড়ীর আঁচল উড়িয়ে
পাশকাটিয়ে আড়চোখে তাকিয়ে
যেনো সেদিন আমায় দেখে যাও।
সেই পরিচিত ছোট্ট গাছের ছায়ায়
বসে বসে তোমার জন্য আমি
কলম হাতে পথিক কবি হবো;
কোঁকড়ানো চুল,এলোমেলো গড়ন সব পরিবর্তন
সেই আগের মত আর দেখবে না
শুধু আমিটা অপরিবর্তন রবো।
তোমার জন্য আহার নিদ্রা ফেলে
তোমার চলার পথের পথিক হবো
চেয়ে চেয়ে তুমি দেখবে আর ভাববে;
আমাকে নিয়ে তোমার ভাবার সময় হয়তো
আগেও ছিলো না তখনও তেমন থাকবে না
শুধু পাগল, মাতাল ভেবে হাসবে।