পথ পথের পানে এখনও একা
হাসান মাহমুদ

এই যে শুনছেন?
হুম বলুন!
আমাকে কি চিনতে পারছেন?
না তো! কে আপনি?
মনে করে দেখেন তো! কে আমি?
উম্ ম না তো মনে পড়ছে না!
আচ্ছা সময় নেই আসি;
শুনুন!
হা বলুন!
সত্যি কি চিনছেন না আমাকে?
না তবে!
তবে কি?
চিনেও বা লাভ কি বলুন?
এমন কেন বললেন?
না মানে এমনি!
যখন চিনার তখনই তো!
তখনই তো কি?
কিছু না!
আচ্ছা আসি!
আজ মনে হচ্ছে তাড়া বেশি?
হুম!
তবে!
তবে তবে করবেন না,
যা বলার বলে ফেলুন?
না কিছু না!
আপনি আমাকে মনে রাখছেন
তার জন্য ধন্যবাদ!
ধন্যবাদ কেন?
না এমনি দিলাম।
বলুন!
যে একটা সময় ঘৃণা করতো
সে আজ খুশি মনে কথা বলে তাই!
ঘৃণা করি নাই তবে সত্য বুঝতে দেইনি।
থাক আর কখনো বুঝবোও না;
আচ্ছা আপনার হাসবেন্ড কোথায়?
কেন?
না একা দেখছি তাই!
আমি এখনও বিয়ে করিনি!
কেন?
করিনি এমনি!
তো আপনার কি খবর?
ভালো!
বিয়ে করছেন?
না!
কেন?
সময় হয়ে উঠেনি!
কি বলেন?
হুম!
কেউ যাওয়ার পর
আর কাউকেই ভালোলাগেনি তাই!
এমনও ভালোবাসেন বুঝি সেই কাউকে?
হুম বাসি!
তবে আগের মতো না,
তো কেমন?
আগের থেকেও বেশি!
এখন যদি সে আসতে চায় রাখবেন?
না!
কেন?
এমনি!
ভালোবাসা দূর থেকেই সুন্দর!
পথ পথের পানে একাই সুন্দর.
ভালো থাকবেন, গাড়ি এসে গেছে;
আল্লাহ হাফেজ!