পক্ষী
হাসান মাহমুদ
হাওয়ায় হাওয়ায় উড়ছে পক্ষী
যাচ্ছে উড়ে কোন দেশে
কোথায় গিয়ে মন রাঙাবে
কোন সে মনের আভেসে।
কোথায় গিয়ে পড়বে ধরা
কোন বনেরই মাঝ ঘেঁষে
হাওয়ায় হাওয়ায় উড়ছে পক্ষী
যাচ্ছে উড়ে কোন দেশে।
পক্ষী আমার মন পাগেলা
বুঝাইলেও বুঝে না
আমি ছাড়া সবই ভালা২
পক্ষী আমায় চিনলো না।
তাইতো পক্ষী আমার উড়াল দিলো
নতুন আমির ঐ দেশে
হাওয়ায় হাওয়ায় উড়ছে পক্ষী
যাচ্ছে উড়ে কোন দেশে
কোথায় গিয়ে মন রাঙাবে
কোন সে মনের আভেসে।
পক্ষী আমার এতোই পাষাণ
বুঝলো না এই মনটারে,
হায়রে,,,,,,,,, ২
কেমন করে বুঝাই আমি
মন চায় তার পরাণটারে।
জীবন খাতায় প্রেম দাগাইয়া
দিলো কলংকেরি রেশ
আমায় পক্ষী ছাইড়া গেলো
জীবন করলো শেষ।
পক্ষীটারে যতন করে
দিলাম আমি ঠাঁই
পক্ষী আমার উদাস পাগল
শুধু চাই চাই।
তাই তো পক্ষী উড়াল দিলো
অচেনা কোনো দেশে,,,
হাওয়ায় হাওয়ায় উড়ছে পক্ষী
যাচ্ছে উড়ে কোন দেশে
কোথায় গিয়ে মন রাঙাবে
কোন সে মনের আভেসে।
কোথায় গিয়ে পড়বে ধরা
কোন বনেরই মাঝ ঘেঁষে।
গীতিকবিতা,,,,,,,,,,,