প্রিয়ারও বেনিতে ফুল
হাসান মাহমুদ
আষাঢ়ে কদম জলের নিচে
খেলা করে বিহঙ্গের দল
এসো প্রিয় এসো তুমি
গুঁজে দিবো বেনিতে ফুল।
দেখেছি সেই কবে তবে
ঘন কেশে পদ্ম লাল
দেখেছি শেষে নিপুণ গড়া
ঐ প্রিয়ারও বেনিতে ফুল।
নতুন জলের রঙের ছোঁয়া
কেড়েছে ঘুমন্ত হৃদয় তল
পড়াবো তোমায় এসো প্রিয়ে
প্রিয়ারও কালো বেনিতে ফুল।
কালো কেশ যেনো শ্রাবণ
ঘন আঁধার কালো ক্ষণ
মুগ্ধতার রেশ খুঁজে বহু
ছুটি চায় প্রিয়ারও শন।
এসো তুমি এসো প্রিয়া
শরতের আকাশের মেঘমালায়
পড়াবো ফুল ঐ সাদা কাশ
তোমারি ঘন কেশ মালায়।
তোমারি রূপ গুণ-বাহারে
হেঁটে যাবো চলে যাবো
তোমারি মুখ পানে চাহি
বহু ক্লেশ যাতনা উড়াবো।
এসো প্রিয় বসো কাছে
চলো যাই পুষ্প বাগি
জবা, কৃষ্ণচূড়া আনি
নাহয় মালতীর শনে ভাগি।
গোলাপ কুড়ি, চম্পা চামেলি
হেনা, গন্ধরাজ বহুপদ
পড়াবো কেশে হেসে তোমারি
জেগেছে শত ইচ্ছে স্বাদ।
এসো তুমি পৌষপার্বণে
ঘন কুয়াশার খেলার ছলে
কনকনে শীতের আলাপনে
এসো তুমি পথ ভুলে।
তোমারি অপেক্ষা ঋতু রাজে
ফুটিবে ডালে টকটকে লাল
তোমাকে পড়াবো হাতে আমারি
কোকিল বসা কৃষ্ণের ফুল।