পেত্নীর বিয়ে
হাসান মাহমুদ
দোয়েল নাচে কোয়েল নাচে
নাচে শালিক পক্ষী
শ্যামা নাচে ময়ূর নাচে
নাচে গাঁয়ের লক্ষ্মী।
মায়ে নাচে ঝিয়ে নাচে
নাচে দাদা নাতনি
কালকে নাকি বিয়ে হবে
তেতুঁল গাছের পেত্নী।
খুশির চোটে হলদি বাটে
হলদে কুটুম পাখি
চড়ুই এলো ঘুঘু এলো
প্যাঁচা রইলো বাকি।
হুতোম প্যাঁচা সং ধরিল
যৌতুক কুড়ি কুড়ি
এই শুনিয়া রেগে এলো
পেত্নীর দাদি বুড়ি।
বুড়ি বলে যৌতুক নয়
গোটা তিনেক ফুল
নিলে নিবি নাহয় যাবি
এক দিবো কিল।
ঝগড়ার মাঝে মোড়ল এলো
শিয়াল মশায় ভাই
বুদ্ধি দিয়ে বিয়ে করিলো
নিজে নিজেরটাই।
হুতোম এবার সব হারালো
বুঝলো নিজের ভুল
তাই তো হুতোম শপথ করে
যৌতুক করবে নির্মুল।।