প্রাঙ্গণে দাঁড়িয়ে বিদায় প্রদর্শনী
হাসান মাহমুদ

সেদিন আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে
জিজ্ঞেস করেছিলাম! সব শেষেও কি থাকবে তুমি?
উত্তরে; মাথা নিচু করে উত্তর দিলো
এই প্রশ্নের জবাব নেই!
এই আমি বোকার মতো মুচকি হেসে
নিরব বধির হয়ে মুখ ফিরাইলাম!
সেও বেশ সহজ সরল ভাবে
জানালো বিদায়!
তাকিয়ে তাকিয়ে পথ দেখিলাম
যাচ্ছে বেশ পিছন ফিরে পা চলছে না।
তবুও সেই যে বিদায়;
অনুভূতির প্রাঙ্গণে দাঁড়িয়ে নিরব সুরে বিদায় প্রদর্শনী।
আমি কবি; তার বিদায়ে,
পঙক্তি লিখে ছাপিয়ে দিলাম তাকে
তার সহজ সরল বেদনার দেয়ালে!
শেষ বেলায়
আমার বোধ হয় এই উপহারই তার শ্রেষ্ঠ উপহার
সে বহুবার পিছন ফিরে চেয়ে ছিলো হয়তো!
আমার আর যে হলো না ফেরা
তার উত্তরে গহীন অন্ধকারে
শেষ মেষ দূরত্বের প্রাঙ্গণে দাঁড়িয়ে বিদায় প্রদর্শনী অঙ্কন করা।

প্রাঙ্গণে বিদায় প্রদর্শনী ❤️🥲