পাল্টে গেছে সমাজ
হাসান মাহমুদ
সমাজটা দেখ পাল্টে গেছে
গুণী জনের ভিড়ে,
এই সমাজে দেখা যায়না
অজ্ঞান টা নড়ে।
সবাই আজকে হইছে বিজ্ঞ
পাতি নেতায় ভরে,
সামছুর নাতি নেতা হইছে
এই সমাজের তরে।
সমজটা আর সমাজ নাইরে
হয়ে গেছে নেড়া
বিজ্ঞ লোক আজ অজ্ঞ হইছে
এই সমাজের ধারা।
আবুলের ঐ চেংরা পোলায়
হইবে দেখো মেম্বার,
পাশের বাড়ির কলিম্মাও
মার্কা পাইছে চেয়ার।
সমাজটা আর সমাজ নাইরে
খাইছে দেখো চিল,
একটু আগে নেতা হইয়া
করায় দেখো মিল।
বিজ্ঞ লোকের মূল্য কোথায়
অজ্ঞাতার এই ভিড়ে,
বিজ্ঞ লোক আজ জমায়েত
অজ্ঞাতার এই তীরে।