অপরিচিতা
হাসান মাহমুদ
উদ্দেশ্য অচিন পুর
বাড়ি থেকে রওনা,
হাসফাস ছেড়ে দৌড়ে
লঞ্চে উঠে দাঁড়িয়ে
খানিকটা স্থল নিলাম
সবাইকে ছাড়িয়ে।
অমনি আঁখি মোর
ঘুরে দাড়ালো বামে,
তাকাতেই জুড়ালো চোখ
আরকি কখনো থামে।
চিকন গড়েন তনু
লাল সাদায় তক,
মুখ খানি মায়াবিনী
বারবার দেখার সখ।
চাহনি বেশ সুশ্রী
মেঘ আকাশের চাঁদ
ফিরাইতে চাহি আঁখি
মিটেনা মনের স্বাদ।
জানিনা পরিচয় পাখির
কোথা থেকে আসিল,
আসিয়া বসিল ডালে
হতে না ভোর ফের চলিল।
কি নাম দিব তার
বাদিলো যে মনে,
নাম ঠিকানা জানিনে
রইলাম মনে মনে।