ওহে মরণ
হাসান মাহমুদ
ওহে মোর মরণ
আমাকে তুই কেন খুঁজো?
নিয়ে যাবি তোর বাড়ি,
আমি নই প্রস্তুত এখন
কেমনে যাবো তারাতারি।
তরণী তো মোর গভীর জলে,
ভাসছে তরঙ্গের চূড়ায়
আমি যাবো চলে তীরে
মন যে আমার আনচানিয়া কাঁদায়,।
সত্যি কি নাইওর নিবি
আপন বাড়ির দেশে,
নাকি আমায় ফেলে যাবি
অচিন গাঁয়ের পাশে।
ওহে মোর মরণ
আমাকে তুই খুঁজিস নে আর,
বড্ড আড়ি দিয়ে
তোর সাথেই পথ চলিবো
যদিও ক্লান্ত নিয়ে।