ও মদিনার কামলে ওয়ালা
হাসান মাহমুদ
ও মদিনার কামলে ওয়ালা,
আমায় একটু নিয়ে যানা,
আমার অনেক স্বাদ, আমি যাবো মদিনা,
ও মদিনার কামলে ওয়ালা,
আমায় একটু নিয়ে যানা।
মদিনার ঐ ফুল বাগিচার,আনব আমি ফুল,
ক্ষমা চাইব,হাত তুলিয় আছে যত ভুল,
ও মদিনার কামলে ওয়ালা,
আমায় একটু নিয়া যানা।
পাপ পুণ্যের হিসাবে তে করছি বাহানা,
মনের মাঝে উতাল পাতাল আর যে সহে না,
ও মদিনার কামলে ওয়ালা,
আমায় একটু নিয়ে যানা।
মদিনার ঐ মাটিতে, লুটাব গা আমি যে, আমার বাসনা,
আমার যে আর হয় না সয্য,
তিব্র কামনা,
ও মদিনার কামলে ওয়ালা আমায় একটু নিয়ে যানা।