নোনা জল
হাসান মাহমুদ
ফাঁশির কাষ্ঠে আমিও ঝুলে ছিলাম,
তবে এটা ছিলো একটি তপ্ত কাষ্ঠ
এখানে সাদা রশি,
কিংবা কালো কাপড়ের আবৃত্ত
কোনো মুখুশ ছিলোনা,
এখানে ছিলো বেদনায় ভরা
নীল বর্ণের নীলাম্বরী সামগ্রী।
ছিলো আশায় বাঁধা ঝ্বাঁঝালো তিব্র ব্যথা,
ছিলো হাজারো অনুভুতি অনুতাপ,
ছিলো শত ব্যথায় বুক ভরা ভালোবাসা,
ছিলো হাসি মুখে নিজেকে অনলে নিক্ষেপ।
এখানে সাদা রুমাল উড়ানোর জন্য
ছিলো না মেজেস্ট্রট
যে হাতের ঘড়িটা কে বারবার উঁচিয়ে দেখবে,
এখানে ছিলে তুমি!
ছিলো তোমার করুন অভিনয়
ছিলো তোমার ভালো থাকার
আমি ছাড়া সম্বল;
আর আমার ছিলো
সেই আলোচিত কাষ্ঠে দাঁড়িয়ে,
পাথরের মতো আঁখি ভরা নোনা জল।