নিস্পন্দ মৃগেন্দ্র
হাসান মাহমুদ
বোকার মতো থাকছি বসে,গুণছি আমি নিরব দিন
বিড়াল গুলো চালাক বটে মারছে ছুঁড়ে গায়ে ঠিল,
সিংহের মতো গর্জন আজ, বন্ধ হলো আজব দিন,
বয়স বাড়েনি সময় খারাপ তাই লাফায় বিড়াল দল।
সন্ধ্যা নয় সুদিন অভাব,কুকুর তখন ধর্ম শিখায়
ডাক ছাড়িলে যার জ্বলে যায়,আজ সে-ই ধর্মতলায়।
ধর্ম তলায় যে কুকুর গায় ধর্মের মর্ম কথা
সে কুকুর তো ধর্মজ্ঞান রাখেনি আজও মাথা।
আরে অজ্ঞ কুকুর যজ্ঞ শিখায় তসবি মালা গলে
কুকুর মশায় মূত্র ত্যাগে যায়নি আজও জলে।
মূত্র গায়ে সূত্র পড়ে ধর্ম তলার মাঠে!
এমন জিনিস হয়নি বেচা করিম মিয়ার হাঁটে।
তবুও আজ বিড়াল কুকুর দোস্তি নতুন সুরে
সিংহ আজও মরেনি ভাই, ভাঙা সময় নিচ্ছে জুড়ে।