নির্বাসন
হাসান মাহমুদ
শব্দ বাউলের মত শব্দ বেয়ে
আউলা ধ্বনি স্বরে তোমাকে চেয়েছি
নিথর কোলাহলে পূর্ণ কোলাহল চেয়ে
বহুবার খামে বন্দি পত্র পাঠিয়েছি
তবুও তোমার উত্তর পেলাম না।
যদি কখনো এই শব্দস্বর লুকিয়ে যায়
আর না শুনতে পাও কোনো স্বর
বুঝে নিও শতাব্দীর আক্ষেপ নিয়ে বন্দী হয়েছে কৌটায়।
তোমাকে আর কেউ ডাকবে না বিশ্রী স্বরে
তুমিই থেকে যাবে আমি চলে যাবো নির্বাসনে।
পাতার শনে খেলা পেতে শুয়ে রবো মাটি
দেখা হবে কিট বহু সর্প মহীসির শনে
তোমাকে খুঁজে খুঁজে আক্ষেপ হবে নিঃশ্বাস ;
তবুও তুমিই থেকে যাবে আমি চলে যাবো নির্বাসনে।
এই ভিটে ঐ গৃহস্থ ঘর, চৌচালা ছাঁদ
উঠোনে পাতানো চৌকী বা টুলের মাঁচা
সবই তোমার আক্ষেপে বেদন স্বাদ;
পুষ্পগুচ্ছ ঝরে যাবে সূর্যের কেন্দ্রী আলোয়
সব কিছুর আয়োজন তোমাকে ঘিরেই
তবুও তুমিই থেকে গেলে যাও!
আমি নাহয় চলে গেলাম নিথর নির্বাসনে।