নিয়ম করেও ভুলা হলো না
হাসান মাহমুদ
তোমাকে নিয়ম করেও ভুলা হলো না
কত নিয়ম করেছি!
সকালে ঘুম থেকে উঠে বলি আর তোমায় মনে করবো না
সকাল না শেষ হতেই তুমি এসে হাজির।
দুপুরে বলি তোমাকে ভুলে যেতেই হবে
বিকাল না গড়াতে তুমি দরজার পাশে ছায়া হয়ে বলো
তুমি কখনই ভুলতে পারবে না আমায়।
রাতে ঘুমতে যাওয়ার আগে কত
সূরা কালাম পড়ি যাতে তোমায় ভুলতে পারি,
কিন্তু ঠিক মাঝ রাতে তুমি এসে ঘুম ভেঙে দেও।
দেখো কত নিয়ম তোমায় ভুলার,
কত আয়োজন করি,
তবুও আর ভুলা হয় না।
জানি না এই জনমে ভুলা হবে কিনা,
এক দিন তুমি বলে ছিলে তোমায় যেন ভুলে যাই,
সেই দিন চেষ্টা ও করেছি তবুও হলো না।
তুমি রাগ করে বলেছো
শুনো! এই নিয়ে তোমায় পাঁচশো বার বলেছি
আমি তোমায় ভালো বাসি না!
আমি সেদিনও বলেছিলাম আজও বলি
তুমি মাত্র পাঁচশো বার বলেছো ভুলতে!
আর আমি কোটি বার ভুলার চেষ্টা করে ও পারিনি।
কত নিয়ম ভেঙেছে হৃদয়
কত রক্তক্ষরণ করেছে হৃদয়
তোমায় বলে বুঝাতে পারবো না হয়তো।
হয়তো তুমি বিরক্ত মনে করো আমায়
আর আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করি।
পূর্ণ জন্ম বলে যদি কিছু থাকতো
তাহলে তুমি তখনও এসে যদি বলো
আজ আমি তোমায় ভালোবাসি
তখনও তোমায় নিজের করে নিবো।
দেখো পৃথিবীর সকল কিছুর সাথে জোড় করা চলে
কিন্তু মনের সাথে কেমনে জোড় করবো,
মন সেতো পৃথিবীর সকল কিছুর উর্ধ্বে।
আমার দোষ আমি স্বীকার করেছি বহুবার
তবুও তুমি বুঝো না,
আমি তোমাকে ভালোবাসতে বলিনি
তুমি অবহেলা করো সমস্যা নেই
তুমি ঘৃণা করো সমস্যা নেই
তুমি লাঞ্চনা করো সমস্যা নেই,
তবুও তুমি কথা বলো!
দেখো তোমাকে ভুলতে নিয়ম করে
ঘুমের বরি খেয়েছি,
তোমাকে ভুলতে বহুবার মৃত্যু সাথে যুদ্ধ করেছি
তোমাকে ভুলতে মৃত্যুর রাজ্যে গিয়েও ফিরে এসেছি
তবুও ভুলতে পারিনি।
বহু নিয়ম ভেঙেছি তবুও ভুলতে পারিনি,
ক্ষমা করে দিও আমাকে
নিয়ম করেও তোমাকে ভুলতে পারিনি।