নাম ধারী মুসলিম
হাসান মাহমুদ
মোরা মুসলিম দাবি করি
মুখে আর ঝুকে
ঈমানদার দাবি করি
বিলাসীতার বুকে।
মুসলিম বলে চিৎকার করি
গলাটা দেই ফাটিয়ে
ঈমানি কাজে সবে হাতটা
নেই একদম গুটিয়ে।
ঈমানি দাবিদার বড় আবদার
মামার বাড়ির ফল
চাইলেই খাওয়া যাবে তবে
ভাবনাটাই সব ভুল।
মোরা মুসলিম দাবিদার করা
মাকাল ফল তবে
মুসলিম ছিলো মিস্ত্রি মইনুদ্দিন
বিশ্ব বিখ্যাত ভবে।
রাসূলের অপমানে দেয়নি ছাড়
লেখক জ্ঞানী গুনী
আমি তো লেখি তাই ইলমুদ্দিন
উপলব্ধি মানী।
ফাঁসি কাষ্ঠে দাঁড়িয়ে যিনি
সত্য করে বানি
আমি তো সেই ইতিহাস হয়ে
ধরি কলম খানি।
মুসলিম হওয়া সহজ লভ্য
মুসলমান হওয়া নয়
মুসলিম নামে কত জ্ঞানী
রাসূলের বিরুদ্ধ তায়।
মোরা নামধারী মুসলিম
চরিত্র মোদের বিধর্মী
মোরা মুসলিম সেজে থাকি
মোরা মুনাফিক কর্মী।।।