আমার সোনার বাংলা
হাসান মাহমুদ
কোথায় ফোটে রক্ত কমল
আলতা রাঙা গায়েতে,
কোথায় ফোটে হাসনা হেনা
শিল্পীর আঁকা তুলিতে।
কোথায় আঁকে সবুজ শ্যামল
লাল সবুজের বুকেতে
কোথায় হাসে অট্টহাসি
দূ্র্বা গালের টোলেতে,
কোথায় ডাকে কুকিল দোয়েল
সন্ধ্যা নামার বাঁকেতে।
কোথায় নামে কাক শালিকে
অন্ন আহার নিদ্রাতে,
সে যে আমার বাংলারে
আমার সোনার বাংলাতে।
কোথায় নাচে লক্ষ্মী প্যাচা
সন্ধ্যা নামার ডাকেতে।
কোথায় ডাকে রাতের শিয়াল
কেয়া বনের ফাঁকেতে।
কোথায় ডাকে ডাহুক পাখি
ঘুমন্ত ঐ নিশীথে,
কোথায় ছড়ায় রাতে আলো
আঁধার রাতে শশিরে।
কোথায় ঘুরে রাখাল বালক
বাঁশের বাঁশির সুরেতে,
কোথায় বসে শাপলার আসর
প্রভাত ফেরীর বাঁকেতে।
সে যে আমার সোনার বাংলা
আমার সোনার বাংলাতে।
কোথায় পাবো এমন খনি
ধরনীর এ বুকেতে,
কোথায় পাবো সুখের হাসি
আমার মায়ের মুখেতে।
সে যে আমার সোনার বাংলায়
আমার সোনার বাংলাতে।
রচনা কাল রাত,,১২ঃ৩০/
১৪/১১/২০২০