বাবা আমার
হাসান মাহমুদ
বাবা আমার এ পৃথিবীর অর্ধেক বেলাভূমি,
বাবা আমার জীবন ধারার পূর্ণ জীবন নামি।
বাবা আমার চাওয়া পাওয়ার সর্ব আস্থা,
বাবা আমার অপূর্ণতার পূর্ণ ব্যবস্থা।
বাবা আমার এ পৃথিবীর শ্রেষ্ঠ অহংকার,
বাবা আমার শত ব্যথার করুন আবদার।
বাবা আমার জীবন খাতার শ্রেষ্ঠ লেখনি,
বাবা আমার এ জীবনের পূর্ণ ধমনি।
বাবা আমার হাসি মুখে মিষ্টি বকুনি,
বাবা আমার দুঃখের মাঝে শ্রেষ্ঠ সম্মানি।
বাবা আমার সেরা উপহারের মাঝে একটি,
বাবা আমার জীবন চলার শ্রেষ্ঠ বাহনটি।
বাবা আমার এ পৃথিবীর সবার চেয়ে দামি,
বাবা আমার এ পৃথিবীর অর্ধেক বেলাভূমি।।