মুক্তি
হাসান মাহমুদ

ওখানে কে রে?
আমি ময়না
করছো কি যে?
পালানোর বায়না।
কেন পালাবি?
মনের বেদন
মন যে কিসের?
বন্দীর তপন।
যাস না কেন?
পাখা কাঁচা
তাতে কি হয়
লোহার খাঁচা।
শক্ত নাকি?
তাতো অনেক
ভাঙবি নাকি?
ইচ্ছে খানেক।
ভাঙ তাহলে!
আর কত ভাই
বন্দী রবো
ভাঙবো তাই।
ভাঙ রে আজ
শক্ত তালা
মুক্তি নে
জীবন জ্বালা।