মন্দ লোক
হাসান মাহমুদ
মন্দ লোকের কাজই মন্দ
ভালো লোকের দোষ গাওয়া,
সমাজ যতই হাঁটুক দূরে
তাদের শুধু খাওয়া, ধাওয়া।
দ্বন্দ্ব যেনো তাদের কাছে
দুধের সাথে চায়ের মিল,
চিনি ছাড়াই মিষ্টি ভাবে
চুমুক দিয়ে শুধুই গিল।
ধার ধারে না সত্য টত্য
মিথ্যা দিয়ে লাগায় আউল
সমাজ যতই ছি ছি করুক
তাদের কাছে তারাই বাউল।
মন্দ লোক সাধু বেশি
মন কারা তার স্বভাব অতি
মিষ্টি সুরে মুচকি হাসি
দেখলে ভাবি আস্ত জান্নাতি।
আড়াল হলেই দেখি তার
গোপন কাজের গোপন কেরামতি
তার সাথে আরও দেখি
বিশ্বস্ত হাতেম আর মতি।