মোনাজাত
হাসান মাহমুদ
তুলেছি দু হাত করি মোনাজাত
এ রহমতের দিনে,
ক্ষমা করে দাও আমার অজুহাত
তোমার নিজ গুণে।
চাই গো আমি হে দয়াময়
তোমারি মিলনসুধা
সব করে দাও মাফ
আছে যত পাপ হে খোদা।
আমি পাপি গুণাহ গার,
তুমি দয়ালু অধিপতি
ফিরাবে না এ আমার
হস্তদ্বয়ের মিনতি।
হে রাজ্জাকুন হে রাহিমুন
হে আল্লাহ সামিউল,
আমাকে কর তোমার পথে
আদিষ্ঠ ভব কূল।