মন বসে না শহরে
হাসান মাহমুদ
ইচ্ছে করে গ্রামতলীর পথ ঘুরে আসি
ইচ্ছে করে মা মাটিকে অনেক ভালোবাসি।
আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে
মন ছুটে যায় গাঁ গ্রামের ঐ না বন বাদাড়ে।
আমি কেমন করে থাকি, হই নগর বাসি
ইচ্ছে করে মা মাটিকে অনেক ভালোবাসি।
মন আবেশে দিন দিবসে কলমি লতার সাথে
মন হারিয়ে উদাস হয়ে ছলনা করি তাতে।
আমার মন বসে না দালানে কঠিন মনের মিলনে
হারিয়ে যেতে ইচ্ছে করে সহজ সরল মননে।
চাষা ভুসা সেজে গুঁজে হাঁটি গাঁয়ের পথে
সহজ সরল মানুষ গুলো হাঁটুক আমার সাথে।
মনের সাথে মন মিলিয়ে গাই সুখের গান
মিষ্টিমুখের হাসি দেখে জুড়াই দিল প্রাণ।
সব ছাড়িয়া আবার ফিরি আমার মায়ের কোলে
সব ভুলে যাই মাকে দেখে, শহর থাকি ভুলে।
ভাল্লাগে না শহর তলী, গাঁয়ে ফিরে আসি
ইচ্ছে করে মা মাটিকে অনেক ভালোবাসি।।।